আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইলের সিম কার্ডের রিপ্লেসমেন্ট ও সরবরাহের ওপর সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া মোবাইলে কথা বলার ওপর ৫ শতাংশ সারচার্জ বহাল রাখারও প্রস্তাব করেন। এর ফলে সিমের দাম বাড়লেও সিমে কথা বলার খরচ আগামী অর্থবছরে বাড়বে না। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী বলেন, সেলুলার টেলিফোনের ক্ষেত্রে সিম বা রিম কার্ড বা অনুরূপ কোনো মাইক্রোসিপ সম্বলিত কার্ড সরবরাহের ক্ষেত্রে সম্পূরক শুল্ক ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০০ শতাংশ করার প্রস্তাব করছি।