ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৯ জুলাই সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৫২১ কোটি ১১ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০২টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮১০ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৯ পয়েন্টে।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ১১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির।
আজকের বাজার:এলকে/ এলকে/ ১০ জুলাই ২০১৭