বাড়ছে সূচক,চলছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ জুলাই মঙ্গলবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।

ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮০৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২৮ পয়েন্টে।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক (সিএএসপিআই) ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১১টির, কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।

আজকের বাজার: এলকে/এলকে ২৫ জুলাই ২০১৭