বাড়ছে স্বর্ণের দাম

দেশে বাড়তে যাচ্ছে স্বর্ণের দাম। প্রতি ভরি ভালো মানের স্বর্ণের দর ১ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে অন্যান্য মানের স্বর্ণের দরে প্রতি ভরিতে ৫৫০ থেকে ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত বাড়তে পারে।
আগামীকাল রোববার থেকে স্বর্ণের এই নতুন মূল্য কার্যকর হবে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে রোববার (২৬ নভেম্বর) থেকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট অর্থাৎ সবচেয়ে ভালো মানের স্বর্ণের ৪৯ হাজার ২২২ টাকায় বিক্রি হবে। আজ শনিবার পর্যন্ত এই দর ছিল ৪৭ হাজার ৮২২ টাকা।

২১ ক্যারেট স্বর্ণের দাম ৪৭ হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪১ হাজার ৪০৭ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম আগের মতোই ভরি প্রতি ১ হাজার ৫০ টাকায় বিক্রি হবে বলে জানা গেছে।
আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধি এবং স্থানীয় বাজারে চাহিদা বাড়ার কারণে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
আজকের বাজার: সালি / ২৫ নভেম্বর ২০১৭