বাড়তে পারে তাপমাত্রা

চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকা ও আশেপাশের এলাকার আকাশ অ ̄স্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ৫-১০ কি.মি /ঘণ্টা বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

দেশের সমুদ্র ও অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেতও দেখাতে হবে না বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আজকের বাজার:এলকে/এলকে ৫ নভেম্বর ২০১৭