সোমবার সারাদেশে আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিঝুম রোকেয়া আহমেদ।
তিনি জানান, সোমবার সিলেট ও রংপুর বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিন ঢাকা ও ঢাকার আশেপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে দক্ষিণ-পূর্ব /দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৫-১০ কি.মি. অস্থায়ীভাবে দমকা বাতাস বয়ে যেতে পারে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। অাজ চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে কোনো রকম সতর্ক সংকেত দেখাতে বলা হয় নি।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজকের বাজার: আরআর/ ২৩ অক্টোবর ২০১৭