বাড়বে গ্যাসের দাম

আগামী ২০১৮ সালে গ্যাসের দাম বাড়তে বলে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ কালে অর্থমন্ত্রী এ ইঙ্গিত দেন।

মুহিত বলেন, গ্যাসের দাম নিয়ে নানা কথা উঠছে। ২০১৮ সাল থেকে গ্যাস আমদানি শুরু গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের দামে কিনতে হবে। এজন্য গ্যাসের উপর বিদ্যমান করাদি যৌক্তিককরণ করা হবে। এর ফলে ইউনিট প্রতি যে গ্যাসের দাম বাড়বে তাতে সন্দেহ নেই।

বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ১ লাখ ১২ হাজার ২৭৫ কোটি টাকা। যা জিডিপির ৫ শতাংশ।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭