করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতির কারণে প্রাক প্রাথমিক থেকে শুরু করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের সময় বাড়ানো হয়েছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন ।
মঙ্গলবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছিল। তখন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দীর্ঘ হতে পারে বলে জানিয়েছিলেন।
আজকের বাজার / এ.এ