দীপাবলিতে বাড়িতে পুজো করে আবার ধর্মীয় আক্রমণের মুখে পড়লেন শাহরুখ খান। দীপাবলি উপলক্ষে মাথায় কেন তিলক পরেছেন, সেই প্রশ্ন তুলে এবার বাজে মন্তব্য করা হল তাকে। শাহরুখ খান কেন মাথায় তিলক পরেছেন, তা নিযে প্রশ্নের মুখে পড়তে হয় বলিউডের বাদশাকে। কড়া সমালোচনার মুখেও পড়তে হয় তাঁকে।
মাথায় তিলক পরে বাজে মন্তব্যর মুখে পড়ার পর শাহরুখ খানের সমর্থনে মাঠে নামেন শাবানা আজমি। তিনি স্পষ্ট জানিয়ে দেন, শাহরুখ যেভাবে দীপাবলি পালন করেছেন, তা প্রশংসনীয়। তার জন্য কোনভাবেই শাহরুখকে দোষারোপ করা যায় না কিংবা তাঁকে অমুসলিম বলেও চালিয়ে দেওয়া যায় না। পাশাপাশি ইসলাম এত দুর্বল নয় যে কিছু মানুষের ধর্মীয় গোড়ামির মুখে পড়ে, ভারতীয় সংস্কৃতি পালন করতে অক্ষম হয়ে পড়বে এই ধর্ম।
শাহরুখ খানের সমর্থনে শাবানা আজমির একের পর এক মন্তব্যের পরই শাহরুখ নিয়ে পালটা আর কোনও সমালোচনা করতে দেখা যায়নি কাউকে।
আজকের বাজার/লুৎফর রহমান