ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় শাহিন শাহ নামে এক মোটরসাইকেল আরোহী তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুটানি টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শাহিন শাহ (২৪) জেলার হরিপুর উপজেলার চৌরঙ্গী রণহট্টা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আবুল কালাম আজাদের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহিন পীরগঞ্জ থেকে হরিপুর নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ফুটানি টাউন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্স মোটরসাইকেল চালক শাহীনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর-ডেইলি বাংলাদেশ
আজকের বাজার/আখনূর রহমান