বায়তুল মোকাররমের পাশের গুদামে আগুন

ফাইল ছবি

রাজধানীর বায়তুল মোকাররমের পূর্বপাশে গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

শুক্রবার ৯ মার্চ দুপুর ২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার শাহেদ আলী জানান, মসজিদের নিচতলায় থাকা ওই গোডাউনে ফুটপাতে ব্যবসা করা হকারদের জিনিসপত্র রাখা ছিল। ওই ব্যবসায়ীরা মসজিদের দক্ষিণ পাশের গেটে বসতেন। জুমার খুতবা চলাকালে পূর্ব দিকে মার্কেটের একটি গোডাউন থেকে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার খবরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণে জুমার খুতবা দিতেও দেরি হয়। পরে ফায়ার সার্ভিস এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সিদ্দিক বাজার কন্ট্রোল রুমের কর্মী জিয়াউর রহমান ঢাকাটাইমসকে জানান, আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আগুন নেভাতে তাদের পাঁচটি ইউনিট কাজ করে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি। এ ব্যাপারে তদন্ত হবে বলে জানান তিনি।

আরএম/