আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলমানরা ঈদ উদযাপন করছেন। এবার করোনা আতঙ্কের মধ্যেই উদযাপিত হচ্ছে ঈদুল ফিতরের ঈদ। করোনা মহামারীর কারণে নেয়া হয়েছে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা।
করোনার এই মহামারিতে সামাজিক দুরত্ব বজায় রেখে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রধান জামাত। সকাল ৭ টায় মসজিদের ভেতরে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
করোনা মোকাবিলায় ও সংক্রমণ বিস্তার রোধে সরকারের নির্দেশনায় এবার খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।