ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকনঝাড়ু নিজেই ঝাড়ু হাতে নিয়ে বায়তুল মোকাররম মসজিদের পরিচ্ছন্নতা ও ধৌতকরণ কাজে অংশ নিয়েছেন।
রাজধানীর ব্যস্ততম এলাকায় অবস্থিত জাতীয় মসজিদে ইবাদত-বন্দেগিতে মুসলমানদের উপস্থিতি অন্যান্য মসজিদগুলো থেকে বেশি হয়ে থাকে। রমজানে এখানে মুসুল্লিদের যাতায়াত বহুলাংশে বেড়ে যায়। এজন্য বিশেষ নিরাপত্তার পাশাপাশি সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মুসুল্লিদের যাতায়াত ও ইবাদতে স্বাচ্ছন্দ্য আনতে এ কার্যক্রম বাস্তবায়ন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।
বুধবার ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে মেয়র ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘পবিত্র রমজান মাসে ধর্মপ্রাণ মুসল্লিগণ যেন পরিচ্ছন্ন পরিবেশে ইবাদত বন্দেগি করতে পারেন, সে লক্ষ্যে জনসমাগম স্থল ও মসজিদসমূহ পরিচ্ছন্নকরণের লক্ষ্যে ডিএসসিসি গৃহীত কর্মসূচি আজ ‘বায়তুল মোকাররম জাতীয় মসজিদ পরিচ্ছন্নতাকরণ’ কাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল।
এ সময় তিনি স্বেচ্ছাসেবী, এলাকাবাসী, কাউন্সিলরসহ সবাইকে নিজ নিজ এলাকার মসজিদসমূহ পরিচ্ছন্নকরণে এগিয়ে আসা এবং কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকান্ডে শরীক হওয়ার আহ্বান জানান।
পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে উপিস্থিত ছিলেন, ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক (ডিজি) শামীম মো. আফজাল, কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ফরিদউদ্দিন আহমেদ রতন, হুমায়ুন কবীর, ডিএসসিসির সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তারা।
আজকের বাজার/আরআইএস