বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০ সেপ্টেম্বরের মধ্যে করার হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
সোমবার (০৯ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আখতার ইমাম। এছাড়া তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম ও ব্যারিস্টার রেশাদ ইমাম অমিত।
রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, আব্দুল আলীমসহ বায়রার ১০ সদস্যের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আরো ৯ মাস বাড়িয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশ তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এরপর আরেকটি সম্পূরক আবেদনের শুনানি নিয়ে গত ৪ জুলাই হাইকোর্ট ১২ জুলাই বায়রার বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর ১৩ জুলাই থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেড ইউনিয়নের পরিচালক (ডিটিও)বায়রার দায়িত্ব নিয়ে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করার নির্দেশ দেন।
৪ জুলাইয়ের হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে বায়রা। ওই আবেদনের শুনানি নিয়ে আজ সোমবার হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
ব্যারিস্টার রাশনা ইমাম বলেন,আদালতের আদেশ অনুযায়ী ১২ জুলাই বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে।
১৩ জুলাই ডিটিও বায়রার প্রশাসনিক দায়িত্ব নিয়ে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।
আজকের বাজার/এমএইচ