বায়ুচালিত ট্রেন

নেদারল্যান্ডসে চালু হয়েছে বায়ুশক্তিচালিত ট্রেন। পরীামূলক নয় বরং বাণিজ্যিক ভিত্তিতেই এর প্রচলন শুরু হয়েছে। দেশটির সব বৈদ্যুতিক ট্রেন এখন বায়ুচালিত। দেশটির জাতীয় রেলওয়ে কোম্পানি নেদারল্যান্ডিজ স্পুরউইনের (এনএস) মুখপাত্র টন বুন জানান যে, তাদের ট্রেনগুলো এখন শতভাগ বায়ুশক্তিচালিত যা ১ জানুয়ারি ২০১৭ সালে চালু হয়।
দুই বছর আগে এনএসের টেন্ডারের মাধ্যমে ওই কাজটি পায় এনেকো। চুক্তি অনুযায়ী ২০১৮ সালের জানুয়ারি থেকে এনএসের সব ট্রেন বায়ুচালিত করার কথা ছিল। চুক্তির মেয়াদের এক বছর আগেই চালু হয়েছে বায়ুচালিত ট্রেন।
টন বুন আরও বলেন, আমরা আমাদের পরিকল্পনার এক বছর আগেই ল্েয পৌঁছতে পেরেছি। সারা দেশ ও উপকূলবর্তী এলাকায় উইন্ডমিল বা বায়ুচাকা থাকায় আমাদের অর্জন দ্রুততার সঙ্গে হয়েছে। এনেকো ও এনএস একটি যৌথ ওয়েবসাইটে জানিয়েছে, প্রতিদিন প্রায় ছয় লাখ যাত্রী ‘বিশ্বের প্রথম’ বায়ুচালিত ট্রেন ব্যবহার করছে।
সূত্র: দ্য গার্ডিয়ানের

আজকের বাজার: ওএফ/ ২০জানুয়ারি ২০১৮