ভারতের রাজধানী দিল্লির কর্তৃপক্ষ বায়ুদূষণের অতি বিপজ্জনক মাত্রা মোকাবেলার লক্ষ্যে প্রায় অর্ধেক বেসরকারি গাড়ি রাস্তায় নামা নিষিদ্ধ করেছে।
শহরে বায়ুদূষণের মাত্রা তিন বছরে এখন সবচাইতে বেশী। বায়ুদূষণের কারণে বাসিন্দাদের চোখ জ্বলছে, গলা ব্যাথা করছে এবং নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে।
কর্তৃপক্ষ রাস্তায় চলাচলরত গাড়ি নিয়ন্ত্রণের পদ্ধতি গ্রহণ করেছে। এই পদ্ধতি অনুযায়ী সোমবার, ৪ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দিল্লির সড়কগুলোতে একদিন শুধু জোর নম্বরের গাড়ি চলবে এবং অন্যদিন শুধু বিজোড় নম্বরের গাড়ি চলবে। এই নিয়ম লঙ্ঘন করলে প্রায় ৬০ ডলার জরিমানা করা হবে।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইট বার্তায় বলেন বায়ুদূষন মাত্রা অসহনীয়। তিনি কেন্দ্রীয় সরকারকে হস্তক্ষেপকরার আহ্বান জানিয়েছেন।