ঢাকার চারপাশের নদ–নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রমে পোস্তগোলা শ্মশানঘাট এলাকায় আবার বাধার মুখে পড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে এ এলাকায় অভিযান শুরু করার পর বিআইডব্লিউটিএর নির্বাহী হাকিম মোস্তাফিজুর রহমান, বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দীনসহ অন্তত ছয়জনের ওপর হামলা চালায় দখলদারেরা।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশি পাহারায় সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।
তবে হামলাকারীদের মূল হোতা পালিয়ে গেছেন। তাঁর সহযোগী তিনজনকে আটক করা হয়েছে।
আজকের বাজার/লুৎফর রহমান