বিআরটিএ’র সনদ নিতে হবে ‘রাইড শেয়ারিং’ প্রতিষ্ঠানকে

পাঠাও-উবারসহ সব ধরনের রাইড শেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান ও মোটরযান মালিকদের আগামী ১ মাসের মধ্যে  ‘এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ সংগ্রহের সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

প্রতিষ্ঠানটি বলছেএ সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও মালিকরা এ সনদ গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার সকালে বিআরটিএ’র পরিচালক (ইঞ্জি.) মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘ব্যক্তিগত মোটরকার ও মোটরসাইকেল চালানোর রাইড শেয়ারিং সার্ভিস নীতিমালা-২০১৭’ কার্যকর করেছে সরকার। নীতিমালা অনুযায়ী বিআরটিএ’র কাছ থেকে রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠানকে ‘রাইডশেয়ারিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ এবং মোটরযান মালিককে ‘রাইডশেয়ারিং মোটরযান এনলিস্টমেন্ট সার্টিফিকেট’ গ্রহণ করা বাধ্যতামূলক করা হয়েছে। সার্টিফিকেট গ্রহণের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে আগামী ১ মাসের মধ্যে অনলাইনের মাধ্যমে বিআরটিএ’র ওয়েবসাইটে দাখিল করার অনুরোধ করা হচ্ছে’।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ে যদি কোনো প্রতিষ্ঠান বা মোটরযান মালিক সার্টিফিকেট না গ্রহণ করেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

 

এর আগে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালার গেজেট জারি করা হয় এবং ১৫ জানুয়ারি রাইডশেয়ারিং সার্ভিস নীতিমালা অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই নীতিমালায় ৮টি অনুচ্ছেদ এবং ১১টি শর্ত যুক্ত করা হয়েছে।

রাসেল/