বিআরটিসির আগাম টিকিট বিক্রি শুরু

রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবা (৫ জুন) দেওয়া হচ্ছে ১৪ ও ১৫ তারিখের বিভিন্ন গন্তব্যের টিকিট। সকাল আটটা থেকে এই টিকিট  বিক্রি শুরু হয়।
সরকার নির্ধারিত মূল্যেই  টিকিট বিক্রি হচ্ছে বলে জানিয়েছে কাউন্টার কর্তৃপক্ষ।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ৯০৪ টি বাস চলাচল করবে বলে জানায় বিআরটিসি কর্তৃপক্ষ। এর মধ্যে রাজধানী ঢাকা থেকে ৪৭৫ টি বাস বিভিন্ন রুটে চলাচল করবে। আর ঢাকার ভেতর চলাচল করবে ৩৭৫ টি বাস। এছাড়াও ৫৪ টি বাস জরুরী প্রয়োজনে চলাচলের জন্য রাখা হবে বলে জানায় কর্তৃপক্ষ।

আরজেড/