রাজধানীর যানজট সমস্যা নিরসনে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেন নির্মাণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৪ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ এলিভেটেড অংশ নির্মাণ করবে। এর জন্য চীনা একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে ৯৩৫ কোটি ১২ লাখ ৯৭ হাজার ৭০২ টাকার চুক্তি সই সম্পন্ন করেছে সেতু কর্তৃপক্ষ।
১৯ অক্টোবর বৃহস্পতিবার সেতুভবনে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং জিয়াংসু প্রোভিস্নিয়াল ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেডের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। সেতু কর্তৃপক্ষের প্রধান ইঞ্জিনিয়ার কবির আহমেদ এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের চেয়ারম্যান জ্যাং জিয়ো ইউ এই চুক্তি সই করেন।
চুক্তি সই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পের আওতায় সেতু কর্তৃপক্ষ উত্তরা হাউজ বিল্ডিং হতে টঙ্গি চেরাগআলী মার্কেট পর্যন্ত এলাভেটেড এক্সপ্রেস নির্মাণ কাজ করবে।
তিনি বলেন, এটি নির্মাণ হলে ঢাকার যানজট আনেকাংশেই কমবে। এর জন্য ইতোমধ্যে বিস্তারিত ডিজাইন এবং প্রকিউরমেন্ট কার্যক্রম চুড়ান্ত হয়েছে। এটির নির্মাণকাল হবে ৩০ মাস; যেটি ২০২০ সালের মধ্যে শেষ হবে।
চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয়, সেতু কর্তৃপক্ষের নির্ধারিত ৪ দশমিক ৫ কিলোমিটর অংশের মধ্যে ৩ দশমিক ৫ কিলোমিটার হবে ৬ লেন বিশিষ্ট এবং ১ কিলোমিটার হবে ২ লেন বিশিষ্ট। এছাড়া ৬টি এলিভেটেড স্টেশন, ১০ লেন বিশিষ্ট টঙ্গি সেতু, পিয়ার সংখ্যা ১২৭টি এবং স্পেন সংখ্যা হবে ১২৬টি।
ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন কোম্পানির নিকট থেকে টেন্ডার জমা নেওয়ার মাধ্যমে চীনা ঠিকাদার প্রতিষ্টানটি এই প্রকল্পের কাজ পেয়েছে। আমরা আশা করবো যথা সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে প্রতিষ্ঠানটি।
আজকের বাজার:এলকে/এলকে ১৯ অক্টোবর ২০১৭