বিএটিবিসির এজিএম অনুষ্ঠিত

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি)-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৯ এপ্রিল রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উত্থাপিত ২০১৬ সালের আর্থিক বিবরণী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীকবৃন্দের প্রতিবেদন শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন লাভ করে। এছাড়াও ২০১৬ সালের জন্য লভ্যাংশ অনুমোদন দিয়েছে বিনিয়োগকারীরা।

২০১৬ সালে বেসরকারি খাতে সর্বোচ্চ কর প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ১৩ হাজার ৬৩১  কোটি টাকা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য রাজস্ব বাবদ রাষ্ট্রীয় কোষাগারে প্রদান করেছে কোম্পানিটি।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানি চেয়ারম্যান গোলাম মইনউদ্দিন।

আজকের বাজার রিপোর্ট: আরআর/১৯.০৪.২০১৭