বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি) গত ৩০ সেপ্টেম্বর তারিখে সমাপ্ত প্রান্তিকের (জুলাই’১৮-সেপ্টেম্বর’১৮) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচিত প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৪ টাকা ১০ পয়সা। আজ বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। বিএটিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছর তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস ছিল ৩১ টাকা ৮ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানির ইপিএস হয়েছে যথাক্রমে ১৩১ টাকা ১৮ ৩২ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১০১ টাকা ১০ পয়সা।