দীর্ঘদিন সংসদের বাইরে থাকা ও রাজনৈতিক কর্মকাণ্ডে ঝিমিয়ে পড়া দলকে পুনর্গঠনে ৫১ নেতার নেতৃত্বে সাংগঠনিক দল গঠন করেছে বিএনপি।
এই সব টিম সারাদেশে কর্মীসভা ও দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
তিনি বলেন, সারা দেশে প্রতিটি জেলায় কর্মীসভা করবেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সেখানে জাতীয় রাজনীতি নিয়ে তারা আলোচনা করবেন, সাংগঠনিক বিষয় নিয়ে তারা আলোচনা করবেন। এই ৫১টি টিমের নেতারা বিএনপির ৭৫টি রাজনৈতিক জেলায় কর্মীসভায় অংশ নেবেন।
আগের দিন এক আলোচনা সভায় শিগগিরই ‘শান্তিপূর্ণ গণতান্ত্রিক লড়াইয়ের ডাক’ আসবে জানিয়ে সমমনা দলগুলোকে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজকেরবাজার: আরআর/ ২৪ এপ্রিল ২০১৭