বিএনপিকে দুর্বল ভাবার সুযোগ নেই: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াতসহ ১/১১ এর ষড়যন্ত্রকারীরা আবারও এক হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদেরকে দুর্বল করে দেখার সুযোগ নেই।

সোমবার (৮ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

কামরুল ইসলাম বলেছেন, এই নির্বাচনকে বানচাল করার সাংগঠনিক ক্ষমতা তাদের না থাকলেও তাদেরকে দুর্বল ভাবা যাবে না। কারণ, তারা ষড়যন্ত্র করে দেশে একটি অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।

বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য আবারও ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমাদের অগ্রগতিকে পেছনে নিয়ে যাওয়ার জন্য ওই পাকিস্তানি প্রেতাত্মাদের যে শাসনামলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।

ভোটের রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না, দাবি করে তিনি বলেন, নির্বাচনকে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। কাজেই যারা প্রত্যাগত প্রবাসী আছেন, তাদেরকে নির্বাচনে একটা বড় দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সবাই ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করতে হবে। বিএনপি নামক দলটির জন্ম হত্যা এবং ষড়যন্ত্রের মধ্য দিয়ে। অন্যকিছু না হোক নির্বাচনে তারা পরাজয় বরণ করে। ভোটের রাজনীতিতে তারা বিশ্বাস করে না। তারা বিদেশের ওপর বারবার নির্ভরশীল। এ কারণে তারা বার বার বিদেশে নালিশ করে।

আজকের বাজার/এমএইচ