শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
বিএনপির অনশন চলছে
প্রকাশিত - ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১১:১৯ এএম
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অনশন কর্মসূচি শুরু করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার সকাল ১০ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসুচি শুরু হয়। কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত। অনশনে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস-চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, সংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
চেয়ারপারসনের মুক্তির দাবিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি।
আজকের বাজার : আরএম/১৪ ফেব্রুয়ারি ২০১৮
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.