কারাবন্দী দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। বৃহস্পতিবার, ৮ মার্চ সকাল ১১টায় শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ৪০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ব্যানারে এ কর্মসূচি শুরু হয়।
এদিকে অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে সকাল ১০টা থেকেই দলের নেতাকর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হতে থাকেন। অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির সিনিয়র নেতারা।
গত মঙ্গলবার নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালনের কথা জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাবের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থায় সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এছাড়া কর্মসূচিকে কেন্দ্র করে সিরডাপ মিলনায়তনের সামনে প্রিজন ভ্যান এবং সচিবালয়ের পাশে জল কামান ও সাঁজোয়া গাড়ি রাখা হয়েছে।
আরএম/