বিএনপির আন্দোলন-নির্বাচনে খরা: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণজোয়ারের প্রমাণটা কোথায় পাব? নির্বাচনে অথবা আন্দোলনে। আন্দোলনেও তাদের খরা, নির্বাচনেও খরা। তাদের জোয়ারটা কোথায় এলো, আমরাতো দেখতে পাচ্ছি না। দেশের মানুষও দেখে নাই।

শনিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর ফাইভ স্টার মাঠে শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন ইভিএম দিবে, নাকি দেবে না- সেটা ইসির ব্যাপার। কমিশন যে সিদ্ধান্ত দেবে আমরা তা মেনে নির্বাচনে অংশ নেব। আসলে বিএনপি এনালগ বাংলাদেশ চায়, তারা ডিজিটাল হতে চায় না।

এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সম্পাদক মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতার হোসেন বাদল, সাধারণ সম্পাদক মহসিনুল হক প্রমুখ।

আনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এর আগে মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছলে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে মন্ত্রী সৈয়দপুর সড়ক ও জনপথ ডাকবাংলোতে রংপুর জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আজকের বাজার/এমএইচ