দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া তৃণমূলের আরও ৮২ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
বিএনপির সহকারী দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক সদস্যপদসহ দলের সবধরনের পদ থেকে সিলেট, হবিগঞ্জ, বগুড়া, নওগাঁ, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলার ৮২ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
এনিয়ে এক সপ্তাহে দলটির তৃণমূলের ১০১ জন নেতাকে বহিষ্কার করা হলো, যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্রভাবে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।
এর আগে শনিবার সাংগঠনিক বিশৃঙ্খলার কারণে নীলফামারী জেলা কমিটি বিলুপ্ত করেছে বিএনপি।
সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে খুব শিগগিরই আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সূত্র - ইউএনবি