বিএনপির ইসি পুনর্গঠনের দাবিকে ‘মামাবাড়ির আবদার’ আখ্যা কাদেরের

ফাইল ছবি

বিএনপির নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের দাবিকে ‘মামাবাড়ির আবদার’ আখ্যা দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এটা কি মামাবাড়ির আবদার, এসব এখন হওয়ার কোনো সুযোগ নেই।’

বুধবার (৩০ মে) দুপুরে মিরপুরে একটি গাড়ি তৈরির কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার বাকি ৪/৫ মাস, সেখানে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপি না আসে নির্বাচন আটকে থাকবে না।

বিএনপিকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের মুখের বিষ উগ্র হয়ে উঠছে। তারা এখন আন্দোলন আন্দোলন করে চিৎকার করে নয় বছরে নয় মিনিটও আন্দোলন করতে পারেনি। সেই সামর্থ, সেই শক্তি তাদের নেই। নির্বাচনে সিডিউল ডিক্লেয়ারের আর চার-পাঁচ মাস বাকি। এর মধ্যে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘বেগম জিয়া জেলে থাকলে তারা নির্বাচন করবে, কি করবে না- এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। আর বেগম জিয়া জেল থেকে বের হবেন কিনা- সেটা আদালতের। তারা আমাদের কাছে, সাংবাদিকদের কাছে না এসে আদালতে কাছে গেলে ভালো করবেন। আদালতে গিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে বেগম জিয়াকে বের করতে বলেন। এখানে সরকারের কোনো দায় নেই, সরকারের ওপর তারা দোষ চাপাচ্ছেন কেন?’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার দণ্ড দেননি এবং সরকার বেগম জিয়াকে জেলে রাখেনি। বেগম জিয়া জেলে সেজন্য বিএনপি নির্বাচনে যাবে না, এজন্য নির্বাচন বন্ধ থাকবে না, বাংলাদেশের সংবিধান অচল হবে না। সংবিধান অনুযায়ী দেশও চলবে, গণতন্ত্রও চলবে, নির্বাচনও চলবে। বিএনপির জন্য কোনো কিছু আটকে থাকবে না।’

তিনি বলেন, ‘স্বাভাবিক প্রক্রিয়ায় সংবিধানের গতিপথ এগিয়ে যাবে। এটাকে ভিন্ন খাতে নেয়ার কোনো সুযোগ নেই। বিএনপি না এলেও নির্বাচন যথা সময়ে হবে।’

ওবায়দুল কাদের বলেন, যেখানে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষনার বাকি ৪/৫ মাস, সেখানে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিএনপি না আসে নির্বাচন আটকে থাকবে না।

আজকের বাজার/ এমএইচ