শুল্কমুক্ত আমদানির সুযোগের অপব্যবহারের মামলায় বিএনপির এমপি হারুন অর রশিদ হারুনকে (চাঁপাইনবাবগঞ্জ-৩) সোমবার পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। আদালত তাকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়।
এছাড়া আদালত এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহীম বাপ্পীকে দুই বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং ব্যবসায়ী ইমতিয়াজ সাদেককে তিন বছর কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে। তারা দুজনই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, হারুন অর রশিদ ২০০৪ সালে ১১.৬৫ লাখ টাকায় একটি শুল্কমুক্ত গাড়ি আমদানি করেন। পরে ইমতিয়াজের সাথে যোগসাজসে গাড়িটি ৯৭ লাখ টাকায় এনায়েতুর রহিমের কাছে বিক্রি করেন।
এ ঘটনায় ২০০৭ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার এসআই মো. ইউনূছ আলী হারুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আজকের বাজার/এমএইচ