প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির পক্ষে সব কিছুই সম্ভব। দেশের জনগণের ওপর অত্যাচার করে তার ভিডিও দেখে উল্লাস করত তারেক ও খালেদা জিয়া। তাই বিএনপির ওপর আজ মানুষের আস্থা নেই সেটা প্রমাণিত।’
শুক্রবার (২৭ জুলাই) সকালে স্বেচ্ছাসেবকলীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গণভবনে অনুষ্ঠিত শুভেচ্ছামূলক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘জামায়াত ধর্ম নিয়ে রাজনীতি করলেও কোরআন শরিফ পুড়িয়েছে। ছোট্ট শিশু থেকে শুরু করে কলেজ ছাত্রী কেউ রক্ষা পায়নি। তাই বিএনপি-জামায়ায়ের ওপর দেশের মানুষের আস্থা নেই তা আজ প্রমাণিত। গ্রামের মানুষ ও শহরের নাগরিক সুবিধা পাবে। নৌকায় ভোট চাওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা।’
পরে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে সেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে নিয়ে কেক কাটেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজকের বাজার/এমএইচ