বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানী ঢাকায় আজ শনিবার কালো পতাকা প্রদর্শন করবে বিএনপি। বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করা হবে।
দলের নেতাকর্মী ও সমর্থকরা রাজধানীর যে কোনো স্থান থেকে কালো পতাকা হাতে এ কর্মসূচি করতে পারবে। বিএনপির দফতর থেকেও এ সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে। এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির নেতারা থাকবেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২২ ফেব্রুয়ারি সমাবেশ করতে পুলিশসহ (ডিএমপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চেয়ে আবেদন করেছিল বিএনপি। কিন্তু বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি। এর প্রতিবাদে রাজধানীতে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি কতটা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক দল এবার দেশ ছাড়িয়ে বিশ্ব সম্প্রদায়কে বুঝিয়ে দিয়েছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে নেতৃত্বদানকারী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়া। তাকে একটি মিথ্যা ও কাল্পনিক মামলায় সাজা দেয়ার পরও দেশের সবচেয়ে বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি ছিল শান্তিপূর্ণ।
এরপরও কর্মসূচি করতে না দেয়ার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে কালো পতাকা প্রদর্শনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা মনে করি, কালো পতাকা প্রদর্শন কর্মসূচির ব্যাপকতা অনেক বেশি। এতে সাধারণ মানুষও অংশ নিতে পারবে। গৃহে, দোকানে বিভিন্ন জায়গায় মানুষজন কালো পতাকা উত্তোলন করতে পারবেন।
আরএম/