বিএনপির কেউ থাকবে না: কাদের

ছবি : ইন্টারনেট

নির্বাচনকালীন সরকারের আকার গতবারের মতোই ছোট হবে, তবে বিএনপির কেউ থাকবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করছে সেই দলগুলোই নিয়ে গঠিত নির্বাচনকালীন সরকার গঠিত হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গঠনতন্ত্রের ৭ ধারা বাতিল করে, বিএনপি আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। নৈতিকতা বিসর্জন দিয়ে বিএনপি, দুর্নীতিবাজদের প্রশ্রয় দিচ্ছে।

কাদের বলেন, তারা (বিএনপি) নৈতিকতা দিকটাকে বড় করে দেখছেনা। তাদের সংবিধানে ৭ ধারায় ছিল, সেটা হঠাৎ করে উঠিয়ে নিলেন। আর বেগম জিয়ার রায় ঘোষণার ১০ দিন আগে সেটা তারা (বিএনপি) বাদ দিয়ে দিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপিতে এখন আর কোনো প্রকার দুর্নীতিবাজ নেতা জনপ্রতিনিধি হতে বাঁধা নেই। তার মানে বিএনপি এখন মেনে নিয়েছে তারা আত্মস্বীকৃতি দুর্নীতিবাজ দল। আত্মস্বীকৃতি দণ্ডিত ব্যক্তি।

এস/