বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ করছে ঢাকা মহানগর উত্তর বিএনপি'র পদবঞ্চিতরা।
সোমবার (১১ জুন) নয়াপল্টনে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগানের পাশাপাশি নেতাদের ছবিতে আগুন ধরিয়ে দেয়।
তারা অভিযোগ করেন কাইয়ুম-হাসানের কমিটি উত্তরের ২৬টি থানায় এবং ৩৬টি ওয়ার্ডের সবাইকে পাশ কাটিয়ে অবৈধভাবে কমিটি দিয়েছে। কমিটি বাতিলের দাবি জানিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিতরা। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কাইয়ুম ও হাসানের ছবিতে আগুন দেয়া হয়।
বিএনপি মহাসচিব দেশে ফেরার পরে বিষয়টির সুরাহা না হলে আবারো বিক্ষোভের ঘোষণা দেন পদ বঞ্চিত নেতাকর্মীর।
আরজেড/