এই কর্মসূচির বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত গণস্বাক্ষর অভিযান চলবে।
জিয়া অরাফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এটি বিএনপির তৃতীয় দফা কর্মসূচি। এর আগে, গত বৃহস্পতিবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে খালেদা জিয়াকে কারাবন্দি করা সরকারের নীল-নকশার অংশ উল্লেখ করে, তাঁর মুক্তির দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করেন।
এসব কর্মসূচি শেষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বিএনপি।
আজকের বাজার : আরএম/১৭ ফেব্রুয়ারি ২০১৮