বিএনপির জনসভা ১২ মার্চ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ১২ মার্চ  জনসভা করার নতুন তারিখ দিয়েছে দলটি। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। ১১ মার্চে এই জনসভা করার কথা থাকলেও তা একদিন পিছিয়ে ১২ মার্চ এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজ শুক্রবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, জনসভা করার জন্য আমরা পুলিশ কমিশনারকে এবং গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলীকে চিঠি দিয়েছি। এর আগে ২২ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ও বই মেলার দোহাই দিয়ে আমাদেরকে জনসভা করতে দেয়নি। এ কারণে আমরা আবারও পুলিশকে অবহিত করেছি। আশা করছি আমরা সমাবেশের অনুমতি পাব। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুমতি দেয়া হবে।’

রিজভী বলেন, ঢাকা বারের নির্বাচনকে কেন্দ্র করে গতরাতে হাঙ্গামার কথা শুনেছি। এগুলো মহিমান্বিত প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের ঐতিহ্য আছে। এগুলো যাতে ক্ষুন্ন না হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবদুস সালাম, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এমআর