বিএনপির জরুরি বৈঠক আহ্বান

কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মহাসমাবেশ সফল করার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন সিটি নির্বাচন নিয়ে আলোচনা করতে সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বেগম জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

জানা গেছে, বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ অন্যান্য নেতারা উপস্থিত থাকবেন।

এস/