বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, মহাকাশের সাফল্য নিয়ে বিএনপি গর্ববোধ করে না। তাই তাদের দেশপ্রেম নিয়ে অনেক প্রশ্ন আছে।
শনিবার (১২ মে) রাজধানীর শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স মিলনায়তনে ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিরসন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের নতুন যাত্রা শুরু হল। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ মহাকাশ জয় করেছে।কিন্তু বিএনপি এই সাফল্যে অভিনন্দন জানাতে কৃপণতা দেখিয়ে সংকীর্ণ মনের পরিচয় দিয়েছে। মহাকাশের সাফল্য নিয়ে তারা গর্ববোধ করে না। তাই তাদের দেশপ্রেম নিয়ে অনেক প্রশ্ন আছে।
ওবায়দুল কাদের বলেন, দুর্নীতির কারণেই ২০০৮ সালে ক্ষমতায় আসতে পারেনি বিএনপি। তাই দুর্নীতি করলে তার পরিণাম কী হয় সেটা মালয়েশিয়া থেকে বিএনপিকেই শিক্ষা নিতে হবে।
শীর্ষক সেমিনারে উপস্থাপন করেন কমিটির সদস্যসচিব হারুনুর রশিদ। এ ছাড়া আলোচনায় অংশ সেন জাতীয় প্রেসক্লাব সভাপতি মুহম্মদ শফকুর রহমান, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।
আজকের বাজার/আরআইএস