একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া বিএনপির তিন নারী প্রার্থীর সাথে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন বিশেষজ্ঞ দলের দুজন সদস্য বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন।
নির্বাচন বিশেষজ্ঞ ডেভিড নোয়েল ওয়ার্ড ও ইরিনা মারিয়া গৌনারি সকাল ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান।
সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে বিএনপির নারী তিন প্রার্থী শামা ওবায়েদ (ফরিদপুর-২), জেবা আমিন খান (ঝালকাঠি-২) এবং রুমানা মাহমুদের (সিরাজগঞ্জ-২) সাথে তারা বৈঠক করেন।
বৈঠকের বিষয়ে শামা ওবায়েদ বলেন, নির্বাচনী অভিজ্ঞতা বিষয়ে ইইউ মিশন সদস্যরা জানতে চেয়েছিলেন।
তিনি বলেন, ‘আমরা যেসব প্রতিকূল অবস্থার সম্মুখীন হয়েছি সেগুলো জানিয়েছি। ভোটের পরিবেশ, ভোট জালিয়াতি এবং ক্ষমতাসীন দল, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পর্কে বলেছি।’
শামা জানান, নির্বাচনে অনিয়মের ভিডিও ও বিভিন্ন তথ্য তারা ইইউ দলকে দিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি হিসেব দুই সদস্যের নির্বাচন বিশেষজ্ঞ দল গত ২৭ নভেম্বর থেকে বাংলাদেশে অবস্থান করছে। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ