একাদশ সংসদ নির্বাচন সামনে রেখে জোটগতভাবে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার প্রকাশের এক দিন পর মঙ্গলবার নিজেদের ইশতেহার জাতির সামনে তুলে ধরবে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা রাজধানীর একটি হোটেলে বেলা ১১টায় ইশতেহার উত্থাপন করবেন বলে সোমবার বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান।
তিনি বলেন, ২০১৭ সালের মে মাসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার উপস্থাপন করা ‘রূপকল্প ২০৩০’-এর আলোকে দলের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।
একই দিন ক্ষমতাসীন আওয়ামী লীগও তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে।
এদিকে, বিএনপির প্রধান নির্বাচনী জোট জাতীয় ঐক্যফ্রন্ট সোমবার বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করেছে। যার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য নিশ্চিত এবং সংসদে উচ্চকক্ষ চালু করা।
জোট প্রধান ড. কামাল হোসেন রাজধানীর একটি হোটেলে এই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ