বিএনপির নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ

Rajshahi

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগস্থলে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ২ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৭ জুলাই) পৌনে ১১টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌনে ১১টার দিকে নগরীর সাগরপাড়া বটতলা এলাকায় বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের ধানের শীষ প্রতীকের পক্ষে পথসভা করছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রূহুল কুদ্দুশ তালুকদার দুলু ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্যরা।

এ সময় বিএনপি নেতা রূহুল কুদ্দুশ দুলু বক্তব্য দেওয়ার সময় তিনটি মোটরসাইকেলে ছয়জন দুর্বৃত্ত মুখোশ পরা অবস্থায় ঘটনাস্থলে এসে দূর থেকে পরপর তিনটি ককটেল ছুড়ে মারে। ককটেলগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। হামলাকারীরা ককটেল ছুড়ে দিয়েই টিকাপাড়া সড়ক দিয়ে পূর্বদিকে চলে যায়।

এদিকে এ বিস্ফোরণের জন্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের লোকদের দায়ী করেছেন।

আরএম/