খুলনা সিটি করপোরেশন নির্বাচনে পরাজয়ের মধ্য দিয়ে বিএনপির পরাজয় শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সিটি নির্বাচনে পরাজয় থেকে শিক্ষা নিয়ে বিএনপি জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারে।
শুক্রবার (২৮ মে) ঢাকায় পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ মন্তব্য করেন।
কাদের বলেন, ‘আমাদের ভুলত্রুটি আছে। কিন্তু আমাদের চেয়ে বেটার বন্ধু মাইনরিটিদের এ দেশে আর কেউ নেই। শেখ হাসিনার চেয়ে বড় বন্ধু, আপনজন এই দেশে কি আপনাদের আর কেউ আছে? ছোটখাটো কিছু বিষয়ে মান-অভিমান করে গুটিয়ে থাকলে আপনাদের, আমাদের শত্রুরাই উপকৃত হবে।’
রাসেল/