উত্তর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের জবাব দেয়া কোনো ভদ্রলোকের মানায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।বৃহস্পতিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আওয়ামী লীগের প্রচার উপ কমিটির সেমিনারে তিনি এ কথা বলেন।
আয়োজক কমিটির চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে এতে অংশ নেন অর্থনীতিবিদ আবুল বারাকাত, আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ, উপ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচন আগামী তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর প্রতিক্রিয়ায় বিএনপি নেতারা বলেন, নির্বাচন কমিশনের বর্থ্যতার সুযোগ নিয়েছে সরকার। সরকারের ইঙ্গিতেই নির্বাচন স্থগিত হয়েছে- এমন অভিযোগ তুলে তারা বলেন, সেই সুযোগটা সরকার নিয়েছে। সরকার চায় না জাতীয় নির্বাচনের আগে তাদের আরেকটা পরাজয় হোক।
আজকের বাজার: সালি / ১৮ জানুয়ারি ২০১৮