বেগম খালেদা জিয়ার সাজার রায় প্রত্যাখান করে আগামীকাল জুম্মার পর সারাদেশে বিক্ষোভ ও আগামী শনিবার প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
বৃহস্পতিবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, শুক্রবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করা হবে। শনিবার দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি। এর পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে।
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করেছেন আদালত। রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয়া হয়েছে। অপর আসামি খালেদার জিয়ার ছেলে তারেক রহমানসহ বাকিদের দেয়া হয়েছে ১০ বছরের সাজা।
আজকের বাজার : মিলন/আরএম/৮ ফেব্রুয়ারি ২০১৮