বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলছে

সারাদেশে বিএনপির বিক্ষোভ কর্মসূচি চলছে। গত শনিবার পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশের বাধা, জলকামান, টিয়ারশেল নিক্ষেপ এবং নেতাকর্মীদের আটকের প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছে দলটির নেতা-কর্মীরা।

জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি শনিবার দলটির পূর্বঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এসময় তাদের উপর জলকামান, টিয়ারশেল নিক্ষেপ করা হয়।

এদিকে শনিবার সকাল থেকেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা ছিল। সেখানে পুলিশের সাঁজোয়া যান ও জলকামান দেখা গেছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবী করেছেন, এই সময়ে পুলিশ প্রায় দেড় শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। যার প্রতিবাদে আজ সোমবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিএনপি।

আরএম/