বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা, আটক

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের রায়ের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এ সময় মিছিলে বাধাসহ একজনকে আটক করে পুলিশ।

আজ শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে মিছিলটি বের হয়। পরে মিছিলটি দৈনিক বাংলা মোড় হয়ে নয়াপল্টনের দিকে এগিয়ে যেতে থাকে। মিছিলের পিছনে প্রচুর পুলিশ ছিল।

মিছিলে অংশগ্রহণকারীরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেয়। পথে হঠাৎ করেই পুলিশের একটি দল মিছিলে এসে বাধা ও পরে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে পড়ে নেতাকর্মীরা। এদিক-ওদিক ছুটতে থাকে অনেকেই।

দৌঁড়ানোর সময় বেশ কিছু নারী কর্মীকে মাটিতে পড়ে যেতে দেখা যায়। এ সময় একজনকে আটক করে পুলিশ গাড়িতে তুলে নিয়ে যায়।

গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামান। রায় ঘোষণার পর পরই কড়া নিরাপত্তার মধ্যে সাবেক এ প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার পুরোনো কারাগারে নিয়ে যাওয়া হয়।

একই মামলায় কারাদণ্ড পেয়েছেন বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সলিমুল হক কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ।

আজকের বাজার : আরএম/১০ ফেব্রুয়ারি ২০১৮