বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন।
শুক্রবার (০৪ এপ্রিল) বিকেল দলের চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপাসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
বৈঠকে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে চলমান আন্দোলন এবং খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।
বৈঠকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সম্পাদকরা উপস্থিত রয়েছেন।
আরজেড/