দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে ফেরার পথে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে তাকে ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে আটক করা হয়।
ছাত্রদলের সহ সভাপতি নাজমুল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বিএনপির এই নেতা। সেখান থেকে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করে বলে জানান নাজমুল।
আজকের বাজার : আরএম/১২ ফেব্রুয়ারি ২০১৮