আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন এলাকাতে বিএনপির প্রতিনিধি সভায় ব্যাপক গণ্ডগোল হচ্ছে। বিএনপিকে শক্তিশালী করতে গঠন করা ৫১টি দলের সাংগঠনিক জেলা সফরকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটছে। এতে দল শক্তিশালী করতে গিয়ে বিএনপির ভেতরের বিশৃঙ্খলা আরও প্রকট হয়ে উঠেছে।
রোববার ৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক বই কারাগারের রোজনামচা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন এলাকায় বিএনপির প্রতিনিধি সভায় সংঘর্ষ-মারামারির ঘটনা ঘটছে, তার সঙ্গে আগামী নির্বাচনে মনোনয়নের সম্পর্ক আছে। কে নমিনেশন পাবে এই নিয়ে চলছে দলের মধ্যে প্রতিদিন মারামারি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের জয়ের পর দেশের বিভিন্ন এলাকায় আধিপত্য নিয়ে ক্ষমতাসীন দলে এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বিএনপি নেতারা নানা টিপ্পনি কেটেছেন। এখন নিজ দলে যখন একই ধরনের ঘটনা ঘটছে, তখন এই বিষয়টা নিয়ে তারা অনেকটা চুপ রয়েছেন। বিএনপি একদিকে বলছে তারা নির্বাচন করবে না, কারণ তারা নির্বাচনে নিরপেক্ষ, সহায়ক সরকার চায়। আবার অন্যদিকে মির্জা ফখরুল ঘোষণা দিলেন, ৩০০ সিটের জন্য প্রার্থী সংখ্যা ৯০০। যার ফলে নমিনেশন নিয়ে এই মারামারি চলছেই।
বিএপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, পুলিশের বিরুদ্ধে নালিশ না করে স্বীকার করুন, আপনারা নিজেরাই নিজেদেরকে বাধা দিচ্ছেন। আবার নিজেরাই নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাতের মাধ্যমে সংগঠনের সভা সমাবেশ পণ্ড করছেন। কারণ আপনারা দলের মধ্যে কেউ কাউকে বিশ্বাস করেন না। একজন আরেকজনকে সরকারের এজেন্ট বলে গালাগালি করেন।
ছাত্রলীগ সভাপতি এম সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের পরিচালনায় আলোচনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স প্রমুখ।
আজকের বাজার: আরআর/ ০৭ মে ২০১৭