বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানস্থ কার্যালয় ভাঙচুর ও বিক্ষোভ করেছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে মনোনয়ন বঞ্চিত প্রার্থী- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলন (চাঁদপুর-১), তৈমুর আলম খন্দকার (নারায়ণগঞ্জ-১) ও সেলিমুজ্জামান সেলিম (গোপালগঞ্জ-১) এর কয়েকশ সমর্থক খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।
তারা তাদের নেতাদের মনোনয়ন বঞ্চিত করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
এক পর্যায়ে, তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করার জন্য দু’টি দরজা ভাঙ্গার চেষ্টা করে। এছাড়া তারা কার্যালয়ে পাথর ছুড়ে মারে এবং জানালা ভাঙচুর করে।
সেসময় মির্জা ফখরুলসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।
এর আগে, শনিবার সকালে চাঁদপুর-১ আসনে এহসানুল হক মিলনকে বিএনপির প্রার্থিতা না দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয় প্রায় এক ঘণ্টা তালাবদ্ধ করে রাখে তার সমর্থকরা।
পরে দুপুর সোয়া ২টার দিকে চাঁদপুর-১ আসনে চূড়ান্ত প্রার্থী নির্বাচনের সিদ্ধান্তের পর্যালোচনা করার জন্য নেতৃবৃন্দকে ১২ ঘণ্টার সময়সীমা বেধে দিয়ে বিক্ষোভকারীরা কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকটি খুলে দেয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ